শত্রুর সফ্ট ওয়ার মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: ইরানি কমান্ডার
(last modified Sun, 10 Sep 2023 15:12:33 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২১:১২ Asia/Dhaka
  • হামিদ অহেদি
    হামিদ অহেদি

ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের প্রধান কমান্ডার হামিদ অহেদি বলেছেন, তরুণ প্রজন্মকে সফট ওয়ার বা কোমল যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধের সব অঙ্গনে শত্রুর মোকাবিলা করতে হবে। 

তিনি আজ একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন।

হামিদ অহেদি আরও বলেছেন, সম্প্রতি কারবালা অভিমুখী শোক শোভাযাত্রায় সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিয়ারতকারীদের সেবা দিয়েছে। সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বন্ধনের এক চমৎকার প্রদর্শনী ছিল এই আয়োজন।

তিনি বলেন, শত্রুরা বহু বছর ধরে নানা আঙ্গিকে ইরানের বিরুদ্ধে লড়াই করছে। বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উৎস থেকে হাইব্রিড যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। এ অবস্থায় তরুণ প্রজন্মকে শিক্ষা-প্রশিক্ষণের মাধ্যমে সব দিক থেকে প্রস্তুত করতে হবে।#  

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ