লেবাননী প্রধানমন্ত্রীর অভিযোগ
‘যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে ইসরাইল’
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তার দেশ যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল (শুক্রবার) রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার কঠোর নিন্দাও জানিয়েছেন তিনি।
গতকালের আগ্রাসনে বৈরুতে অন্তত ৫০ জন নিহত এবং ৭২ জন আহত হন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং একডজনের মতো ভবন মাটির সাথে মিশে গেছে।
নাজিব মিকাতি বলেন, এই হামলার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে, লেবানন যে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে তা নিশ্চিতভাবে দখলদার ইসরাইল প্রত্যাখ্যান করেছে।
এদিকে, লন্ডন থেকে প্রকাশিত আশ-শারকুল আউসাত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি বলেছেন, মার্কিন দূত অ্যামোস হোচেস্টেইন এবং ব্রেট ম্যাকগুর্কের সামনে রাজি হলেও লেবাননের শান্তি-রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।
লেবাননের প্রবীণ এ রাজনীতিক আরো বলেন, বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে দখলদার বাহিনীর অব্যাহত হামলা এবং ঘরবাড়ি ছাড়ার হুমকির পর একথা পরিষ্কার হয়ে যায় যে, তারা লেবাননের সাথে যুদ্ধবিরতি চায় না বরং তারা তাদের হত্যা ও ধ্বংসযজ্ঞের নীতি অব্যাহত রাখতে চায়।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।