আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ইরানের সেনাপ্রধানের ফোনালাপ
উত্তর সীমান্তে সেনা মোতায়েনের জল্পনা আবার প্রত্যাখ্যান করল ইরান
ইরান তার উত্তরাঞ্চলীয় আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন করছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে জল্পনা শুরু হয়েছে তা আবার প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের শস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ওই জল্পনা নাকচ করে দিয়েছেন।
তিনি বুধবার আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানোভের সঙ্গে এক টেলিফোনালাপে বলেন, সীমান্তে সেনা মোতায়েনের খবর সত্য নয়।
নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যখন উত্তেজনা বেড়েছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো। আর্মেনিয়া আশঙ্কার করছে আজারবাইজান আবার নাগরনো-কারাবাখে হামলা চালিয়ে ওই অঞ্চলের আরো কিছু এলাকা দখল করে নেবে। এ ব্যাপারে আজারবাইজানকে সতর্কও করে দিয়েছে আর্মেনিয়া।
সাম্প্রতিক মাসগুলোতে একাধিকার পরস্পরের দেশে হামলা করার জন্য একে অপরকে অভিযুক্ত করেছে বাকু ও ইয়েরেভান।
টেলিফোনালাপে ইরানের সেনাপ্রধান চলমান বিতর্কে তার দেশের অবস্থান আবারও স্পষ্ট করে বলেন, তেহরান মনে করে নাগরনো-কারাবাখের মালিকানা আজারবাইজানের। তবে বিষয়টির সুরাহা করার জন্য তিনি যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন এবং এ ব্যাপারে যেকোনো সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতি ঘোষণা করেন।
জেনারেল বাকেরির সঙ্গে ফোনালাপে আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী হাসানোভ বলেন, তার দেশ অন্যান্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে বাকুর নেই।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।