সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৮:৩৮ Asia/Dhaka
  • 'ইরানি তেল চুরির আরও ব্যাপক মাত্রার জবাব দিতে পারে তেহরান'

ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের দশ লাখ ব্যারেল জ্বালানী তেল আটকের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় তিরস্কার করেছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যথাসময়ে আরও ব্যাপক মাত্রায় প্রতিশোধ নিতে সক্ষম।

 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা অশতিয়ানি এই হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চৌর্যবৃত্তি, যা সারা বিশ্বে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ইরানের প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যদি ইরানের তেল চুরি অব্যাহত রাখে তাহলে অবশ্যই আমরা প্রতিশোধ নেব এবং আমরা আরও ব্যাপক মাত্রায় প্রতিক্রিয়া দেখাতে সক্ষম, তবে আপাতত আমরা চলমান আলোচনার মধ্যেই আমাদের তৎপরতা সীমিত রেখেছি।  তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের তৎপরতা বন্ধ করবে বলে আমরা আশা করছি।

রেজা অশতিয়ানি স্মরণ করিয়ে দেন যে, 'ইরানের ভৌগলিক অবস্থান অত্যন্ত কৌশলগত এবং এ অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানী পরিবহনের পথগুলো এ দিক দিয়ে গেছে এবং এইসব পথের ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ব্যাপক মাত্রার পাল্টা পদক্ষেপ নেয়া আমাদের পক্ষে সম্ভব।'

 গত ১৯ এপ্রিলের কাছাকাছি সময় আমেরিকা ইরানের তেলবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। সে সময় আমেরিকা জানিয়েছিল যে, এমটি সুয়েজ রাজান নামে গ্রিসের ওই জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানের তেল বহন করছিল। এমটি সুয়েজ রাজান জাহাজ আটকের কয়েকদিন পর ইরানও ওমান সাগর থেকে আমেরিকার একটি তেলবাহী জাহাজ আটক করে। ওই জাহাজে কুয়েত থেকে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি জ্বালানি তেল বহন করছিল।

পারস্য উপসাগরে ইরানের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ৪০ শতাংশ জ্বালানী তেল বিভিন্ন অঞ্চলে বয়ে নিয়ে যাওয়া হয়। #

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ