ইরানের গণমাধ্যমগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নিন্দা জানাল হিজবুল্লাহ
(last modified Sun, 17 Sep 2023 04:18:31 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১০:১৮ Asia/Dhaka
  •  ইরানের গণমাধ্যমগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নিন্দা জানাল হিজবুল্লাহ

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিসহ দেশটির আরো কিছু গণমাধ্যমের বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি নিষেধাজ্ঞার শিকার গণমাধ্যমগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্ররা কপটতার সঙ্গে নিজেদেরকে বাক স্বাধীনতার পক্ষপাতী বলে পরিচয় দেয়। কিন্তু বাস্তবে তারা বিষয়টিকে তাদের অবৈধ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমারা ততক্ষণ পর্যন্ত বাক স্বাধীনতার পক্ষে থাকে যতক্ষণ তা তাদের নীতি, আদর্শ ও স্বার্থের অনুকূলে থাকে।  কিন্তু যখন কেউ পশ্চিমাদের অবৈধ স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় তখন তাকে সব উপায়ে দমন করার চেষ্টা চালায় আমেরিকা ও তার মিত্র দেশগুলো। এক্ষেত্রে বর্তমানে নিষেধাজ্ঞাকে সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়।

শুক্রবার মার্কিন সরকার ইরানের দুই ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর হিজবুল্লাহ এ বিবৃতি প্রকাশ করল। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে এবারের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে।  প্রেস টিভির সঙ্গে ইরানের দু’টি বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে আমেরিকা।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ