আমরা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেব: ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র
-
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র
পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেবে।
ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি শুক্রবার ইরানের উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং এতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হতাহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন: এর জন্য ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে এবং শক্ত থাপ্পড় খেতে হবে, ইরান ইসরাইলকে চূড়ান্ত জবাব দেবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আরও বলেন: আমেরিকার সম্ভাব্য সহায়তায় দখলদার ইসরাইল আবাসিক এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে, তবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং শত্রুরা যেন সশস্ত্র বাহিনীর কাছ থেকে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপের অপেক্ষায় থাকে।
ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন: শত্রু আবাসিক এলাকায় আঘাত হেনেছে এবং এ থেকে বোঝা যায় যে তারা সরাসরি সংঘর্ষে জড়াতে সক্ষম নয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আরও উল্লেখ করেছেন: "শত্রু নেটওয়ার্কগুলো মানসিক নিরাপত্তাহীনতা এবং আত্ঙ্কজনক পরিবেশ তৈরির চেষ্টা করছে তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।