সেপ্টেম্বর ২০, ২০২৩ ০৯:১৮ Asia/Dhaka
  • জাতিসংঘের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।
    জাতিসংঘের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, গোটা বিশ্বকে আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে। তিনি মঙ্গলবার রাতে জাতিসংঘের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, “পৃথিবী অপরিবর্তনীয়ভাবে একটি অভিনব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। পশ্চিমা আধিপত্যের সমীকরণ এখন আর বিশ্বের জন্য কাজ করে না, বরং পুরানো উদারনৈতিক ব্যবস্থা যা সাম্রাজ্যবাদী ও অতৃপ্ত পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করত, তা ভেঙে পড়েছে।”

গোটা বিশ্বকে আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে- উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের মুখোশ উন্মোচন করে দিতে পেরে ইরানি জনগণ গর্ববোধ করে। ইসলামি বিপ্লবের কারণেই ইরান এ ভূমিকা রাখতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রায়িসি তার ভাষণের অন্য অংশে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরান এখন পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। আমাদের দিকে যে কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা সে হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরব।

জাতিসংঘে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রায়িসি চলতি বছর সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানান। পবিত্র কুরআন মানুষের ধর্মীয় বিশ্বাসের অবমাননা করতে নিষেধ করেছে জানিয়ে তিনি প্রশ্ন করেন, মহান আল্লাহর চেয়ে ভালো আর কে মানবতাকে সংজ্ঞায়িত করেছে এবং মানবীয় মর্যাদাকে সমুন্নত করেছে?

ইব্রাহিম রায়িসি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে আরো বলেন, ইরান গত বছর তার ইতিহাসের সর্ববৃহৎ মিডিয়া আগ্রাসন ও মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হয়েছে। পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ২০২২ সালের শেষদিকে ইরানে বিদেশি মদদে যে দাঙ্গা হয় তার প্রতি ইঙ্গিত করে রায়িসি একথা বলেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলি ও তাদের গোয়েন্দা সংস্থাগুলো ইরানি জাতির শক্তিমত্তা সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করার কারণে এদেশে দাঙ্গা বাধিয়ে ফয়দা তুলতে চেয়েছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ