সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৩:২৮ Asia/Dhaka
  • ইরানি সেনাদের শান্তিরক্ষী হিসেবে কাজ করার সম্ভাবনাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক অঙ্গনের শান্তিরক্ষী বাহিনীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাদের কাজ করার ব্যাপারে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট রায়িসি সম্প্রতি নিউইয়র্ক শহরে গিয়েছিলেন এবং সে সময় তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে এই প্রস্তাব পেশ করেন। এ সম্পর্কে জামশিদি বলেন, ডক্টর রায়িসি এই প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের কাছে পেশ করেছেন এবং তাকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি প্রথম প্রস্তাবটিকে "শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ‘সক্ষমতা ও সক্ষমতার প্রয়োগ’ হিসেবে চিহ্নিত করেন।
গত সোমবার প্রেসিডেন্ট রায়িসি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন এবং ওই বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে তার দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণ ও সহযোগিতা করার প্রস্তুতির কথা তুলে ধরেন।
এর আগে ২০১৬ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক শান্তি রক্ষা কার্যক্রমে অবদান রাখার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দিয়েছিল।
সোমবারের বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি জাতিসংঘ মহাসচিব গুতেরেসের কাছে আরেকটি প্রস্তাব দিয়েছেন। সেটি হচ্ছে- এই বিশ্ব সংস্থার বিভিন্ন শাখায় ইরানি কূটনীতিক ও বিশেষজ্ঞদের নিয়োগ দেয়ার কথা বলেছেন তিনি যার প্রতি নিজের সম্পত্তির কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।#
পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ