সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৪:৩২ Asia/Dhaka
  •  ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘কমেডি শো’ বলে প্রত্যাখ্যান করল ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তাকে ‘কমেডি শো’ বলে অভিহিত করেছে তেহরান।

ওই অধিবেশনে যোগদানকারী ইরানি প্রতিনিধিদল এক বিবৃতিতে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতা সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে।  ইসরাইলি প্রধানমন্ত্রী তার ভাষণে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিষোদগার করে এবং দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যব্যাপী তার সমর্থক গোষ্ঠীগুলোর কাছে শত শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে।

নেতানিয়াহু বলেন, আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে অচিরেই একটি ‘নতুন মধ্যপ্রাচ্য’ গড়ে উঠবে যেখানে ‘আরবরা ইহুদিদের সঙ্গে’ আরো ঘনিষ্ঠ হবে।

দখলদার প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জবাবে ইরানি প্রতিনিধিদলের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তার এই বক্তব্য আর কাউকে বোকা বানাতে পারবে না। ইসরাইলিরা ইরান সম্পর্কে বক্তব্য রাখতে গেলেই পদ্ধতিগতভাবে মিথ্যা ও ভুলে ভরা তথ্য দিতে থাকে এবং তাদের এই কমেডি শো দেখতে দেখতে বিশ্ববাসী ক্লান্ত হয়ে পড়েছে।

ইরানের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী প্রধানমন্ত্রী আইএইএ’র কঠোর নজরদারিতে থাকা ইরানের পরমাণু কর্মসূচি এবং ইরানের প্রচলিত সমরাস্ত্রকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। অথচ বাস্তবতা হচ্ছে, এই কপট ইহুদিবাদী ইসরাইলের কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র যা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ