‘পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ওয়াশিংটনের আন্তরিকতার ওপর নির্ভর করছে’
https://parstoday.ir/bn/news/iran-i128482-পরমাণু_সমঝোতার_পুনরুজ্জীবন_ওয়াশিংটনের_আন্তরিকতার_ওপর_নির্ভর_করছে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকার আন্তরিক হলে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতাকে আবার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৪:৩৫ Asia/Dhaka
  • ‘পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ওয়াশিংটনের আন্তরিকতার ওপর নির্ভর করছে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকার আন্তরিক হলে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতাকে আবার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব।

তিনি শনিবার নিউ ইয়র্কে একদল মার্কিন বিশেষজ্ঞ, রাষ্ট্রদূত ও অবসরপ্রাপ্ত রাজনীতিবিদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। জাতিসংঘের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনের অবকাশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ একটি আন্তর্জাতিক চুক্তি এবং তেহরান এটিতে ফিরে আসতে বদ্ধপরিকর; কিন্তু মার্কিন সরকার এ ব্যাপারে সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, ওয়াশিংটনের সদিচ্ছা থাকলে খুব অল্প সময়ের মধ্যে পরমাণু সমঝোতা আবার বাস্তবায়নের আলোচনা শুরু করা এবং এটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব।  

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালের এপ্রিলে আমেরিকাকে বের করে নেন। এর ফলে ওই চুক্তি অকার্যকর হয়ে পড়ে।

এরপর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর চুক্তিটিকে আবার কার্যকর করার জন্য ইরানের সঙ্গে পাশ্চাত্যের দীর্ঘমেয়াদি আলোচনা শুরু হয়। ওই আলোচনা একটি সফল পরিণতির দিকে যাওয়ার উপক্রম হলেও ২০২২ সালের আগস্ট মাসে মার্কিন সরকারের গড়িমসির কারণে আলোচনাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।