সেপ্টেম্বর ২৫, ২০২৩ ০৯:০৩ Asia/Dhaka
  • মার্কিন নিউজ চ্যানেল সিএনএন-এর সাংবাদিক ফরিদ জাকারিয়াকে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    মার্কিন নিউজ চ্যানেল সিএনএন-এর সাংবাদিক ফরিদ জাকারিয়াকে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা মেনে চলতে অপারগ হওয়ার পরই তার দেশ শতকরা ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছে।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগদানের অবকাশে মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান।

রায়িসি নিউ ইয়র্কে অবস্থানকালে সাক্ষাৎকারটি ধারণ করা হলেও তা গতকাল (রোববার) প্রচারিত হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, শুরুতে ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইচ্ছা আমাদের ছিল না। কিন্তু ইউরোপীয় দেশগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিগুলো পালন না করার কারণে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছি।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে শতকরা ৬০ ভাগ হারে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বেড়ে চলেছে।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি এই দাবির সত্যতা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন যে, পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য নিয়েই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে। পরমাণু অস্ত্র তৈরি করতে শতকরা ৯০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন যা থেকে ইরান মাত্র ৩০ ভাগ দূরে রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ বহু আগে থেকে বলে এসেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইউরোপীয়রা পরমাণু সমঝোতা মেনে চললে ইরানও ওই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পালন করে নিম্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যেত। কিন্তু তারা প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ইরানও নিজেকে সমঝোতার মাত্রায় ধরে রাখেনি। পরমাণু সমঝোতায় ইরানকে শতকরা ৫ ভাগের কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বলা হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

 

ট্যাগ