সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৭:১৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামি
    মোহাম্মাদ ইসলামি

ইরান ২০৪০ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।

তিনি আজ (সোমবার) ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বার্ষিক সাধারণ অধিবেশনে আরও বলেছেন, পারমাণ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয়ে গবেষণা, পরিকল্পনা প্রনয়ণ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং আইএইএ-কে এসব বিষয়ে অবহিত করা হয়েছে।

ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের সব ধরণের সুযোগ কাজে লাগাবে বলে জানান মোহাম্মাদ ইসলামি।

তিনি বলেন, অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে স্বাস্থ্য খাত এবং পরিবেশ-প্রকৃতির উন্নয়নসহ নানা বিভাগে পরমাণু প্রযুক্তি নিয়ে কাজ চলছে।  এ সময় তিনি বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি স্বাক্ষরের পর ৫ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই চুক্তির ৬ নম্বর ধারা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, দুঃখজনকভাবে দখলদার ইসরাইল এখন পর্যন্ত এনপিটিতে সই করেনি এবং আইএইএ-কে তাদের পরমাণু অস্ত্রাগার পরিদর্শনের অনুমতি দেয়নি।#     

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ