ইরানের বিরুদ্ধে মিডিয়া হামলা হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার মতোই: জেনারেল সালামি
(last modified Tue, 26 Sep 2023 11:10:15 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ ইরানি যুবকদের বিরুদ্ধে শত্রুদের মিডিয়া আগ্রাসনকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সাথে তুলনা করেছেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চীফ মেজর জেনারেল হোসেইন সালামি তেহরান বিশ্ববিদ্যালয়ের শহীদদের এক সমাবেশে ওই মন্তব্য করেছেন। তিনি বলেছেন এই বিশ্ববিদ্যালয়টি ইরানের  বৈশ্বিক মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতীক। আজ শত্রুরা চেষ্টা করছে ইরানী যুবকদের চিন্তাভাবনা ও বিশ্বাসের ওপর আধিপত্য বিস্তার করে তাদের মন বিকৃত করে, হৃদয় জয় করতে। সেই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়কে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

মেজর জেনারেল সালামি জোর দিয়ে বলেন: ইরানি জাতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কঠোর সাংস্কৃতিক আগ্রাসন এবং বৈশ্বিক মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলা করছে। বিশ্বের বৃহৎ দেশগুলির নেতারা এবং বিশ্বের সকল সন্ত্রাসীরা ইরানের সাথে যুদ্ধ করেছে এবং করে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র যদি ক্ষণিকের জন্য উদাসীনতা দেখায় তাহলে দেশের ভাগ্য বদলে যাবে।

জনাব সালামি বলেন: ইরানী যুবকদের চিন্তাভাবনাকে কলুষিত করার ক্ষেত্রে শত্রুদের মিডিয়া আগ্রাসন হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলার মতোই বিধ্বংসী।

তিনি বলেন শত্রুরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ইস্যুতে শক্তিহীন হয়ে পড়েছে। অপরদিকে ইসলামী ইরান ক্রমশ অগ্রগতি লাভ করছে। একটা সময় ইরান একটি কার্তুজও তৈরি করতে পারতো না। তখনও ইরান ওই সাম্রাজ্যবাদীদের মোকাবেলা করে জয়ী হয়েছিল।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ