ফিলিস্তিনিদের সমর্থনে ইরানজুড়ে বিক্ষোভ; সর্বত্র 'ইসরাইল ধ্বংস হোক' শ্লোগান
(last modified Fri, 13 Oct 2023 11:13:21 GMT )
অক্টোবর ১৩, ২০২৩ ১৭:১৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের সমর্থনে ইরানজুড়ে বিক্ষোভ; সর্বত্র 'ইসরাইল ধ্বংস হোক' শ্লোগান

মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আজ (শুক্রবার) ইরানের সর্বত্র মিছিল হয়েছে। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামের মানুষ আজকের মিছিলে অংশ নিয়েছেন। ইরানের দুর্গম অঞ্চলে বসবাসকারী যাযাবরেরাও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শ্লোগান দিয়েছেন।

তারা দখলদার ইসরাইলের ধ্বংস কামনা করেছেন। রাজধানী তেহরানের মানুষেরা বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেন। তারা বজ্রকন্ঠে আওয়াজ তুলেছেন- "ইসরাইল ধ্বংস হোক, নিপাত যাক"। বিক্ষোভকারীরা বলেছেন, চূড়ান্তভাবে ফিলিস্তিনিরাই তাদের ভূখণ্ডে থাকবে, ইহুদিবাদীদেরকে এই অঞ্চল ছাড়তে হবে"।

আজকের মিছিলে গাজার শিশুদের সমর্থনে নেমে এসেছিল তেহরানের শিশুরাও। শিশু শিল্পীরা সুরের মূর্ছনায় জানিয়ে দিয়েছে, শিশু ঘাতক ইসরাইলের ক্ষমা নেই। গাজার শিশুদের সঙ্গে সমব্যথী ইরানি শিশুরা গোটা বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছে, "চুপ করে বসে থাকবেন না, শিশুদের রক্ষা করুন। পৃথিবীকে টিকিয়ে রাখতে চাইলে শিশুদের রক্ষা করতে হবে"।

তেহরানের মিছিল ও সমাবেশে নানা ধরণের প্রদর্শনী লক্ষ্য করা গেছে। রাজধানীর একটি সড়কের মিছিলে সামনে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধাদের ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তি ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো পোশাক পরিহিত এক ব্যক্তিকে বিচার করার জন্য ধরে নিয়ে যাচ্ছে। ঐ ব্যক্তি নেতানিয়াহু হিসেবে অভিনয় করেছেন। এর মাধ্যমে বিক্ষোভকারীরা বুঝিয়েছেন নেতানিয়াহুর বিচার একদিন হবেই।  

বিক্ষোভকারীরা মিছিল-সমাবেশ থেকে এক বিবৃতি প্রকাশ করে গাজায় দখলদার ইসরাইলের নির্বিচার ও পাশবিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের মধ্যদিয়ে দখলদার ইসরাইলের দর্প পুরোপুরি চূর্ণ হয়ে গেছে। বিশ্ববাসী বুঝতে পেরেছে ইসরাইল নিজেকে অজেয় ও দুর্ভেদ্য বলে যে দাবি করে তা কেবলি ফাঁকা বুলি।

ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে থাকে ইরানের সরকার ও জনগণ। ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা গত মঙ্গলবার বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্রদের জেনে রাখা উচিত গাজার মানুষকে গণহারে হত্যার মাধ্যমে তারা নিজেদের জন্য আরও বড় ধরণের বিপর্যয় ডেকে আনছে। ইহুদিবাদী ইসরাইল নিজেকে মজলুম হিসেবে তুলে ধরে গাজার মানুষের বিরুদ্ধে গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দখলদার ইসরাইলের নেতাদের জেনে রাখা উচিত এসব জুলুমের প্রতিক্রিয়ায় তাদের  রাক্ষুসে ভাবমূর্তিতে আরও জোরালো চপেটাঘাত আসবে।#

 পার্সটুডে/এসএ/এমএআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।