গাজায় গণহত্যার নিন্দা জানালেন রায়িসি: ইরানে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i129518-গাজায়_গণহত্যার_নিন্দা_জানালেন_রায়িসি_ইরানে_আজ_রাষ্ট্রীয়_শোক_পালনের_ঘোষণা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি গাজার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মার্কিন ও ইসরাইলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদেরকে গ্রাস করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৮, ২০২৩ ১১:২৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি গাজার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মার্কিন ও ইসরাইলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদেরকে গ্রাস করবে।

গতকালের ওই হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া, বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি অসংখ্য লোক ধ্বংস্তুপের নিচে পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

 প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজার হাসপাতালে আহত ও নিপীড়িত মানুষের ওপর আমেরিকা-ইসরাইলের তৈরি যে বোমা ফেলা হয়েছে তার আগুন দ্রুতই ইহুদিবাদী ইসরাইলকে গ্রাস করবে। সামাজিক মাধ্যম এক্স পেইজ বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ইবরাহিম রায়িসি বলেন, “এই যুদ্ধাপরাধের মুখে কোনো আদর্শবান ব্যক্তি নীরব থাকতে পারে না।” তিনি আজ বুধবারকে রাষ্ট্রীয় শোক দিবস বলে ঘোষণা করেন।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক্স পেইজে দেয়া অন্য এক পোস্টে বলেছেন, এই জঘন্য অপরাধের পর ইসরাইলের ভুয়া সরকারের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও ইসরাইলি রেজিম ঘৃণিত। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার হাসপাতালে হামলার কঠোর নিন্দা জানিয়ে একে ঘৃণ্য যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।