মধ্যপ্রাচ্য বিস্ফোরন্মুখ অবস্থায়, যেকোনো সময় ঘটতে পারে বিপত্তি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i129944-মধ্যপ্রাচ্য_বিস্ফোরন্মুখ_অবস্থায়_যেকোনো_সময়_ঘটতে_পারে_বিপত্তি_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, নিরস্ত্র গাজাবাসীর ওপর ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার ফলে মধ্যপ্রাচ্য বিস্ফোরন্মুখ অবস্থায় পৌঁছে গেছে। ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়ে গেলে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৮, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, নিরস্ত্র গাজাবাসীর ওপর ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার ফলে মধ্যপ্রাচ্য বিস্ফোরন্মুখ অবস্থায় পৌঁছে গেছে। ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়ে গেলে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।  

নিউ ইয়র্ক সফররত আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার আমেরিকার সরকারি রেডিও এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি বিশেষ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ওই অধিবেশন থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে সাধারণ পরিষদ।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার নিরপরাধ নারী ও শিশুদের উপর যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে আঞ্চলিক দেশগুলো নীরব থাকতে পারে না।  তিনি বলেন, “পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় অন্তত সাত হাজার মানুষের মৃত্যু মেনে নেয়া এ অঞ্চলের দেশগুলোর পক্ষে সম্ভব নয়।” 

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তিনি গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলির সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন এসব আন্দোলনের ‘ট্রিগারে আঙ্গুল’ দিয়ে রেখেছে।  এসব আন্দেলনকে কোনো কিছু করতে ইরান বাধ্য করছে না বরং তারা নিজেরাই যেকোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।