পতনশীল ইসরাইলের অপরাধযজ্ঞকে আমেরিকা সমর্থন দিয়ে যাচ্ছে: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i130428-পতনশীল_ইসরাইলের_অপরাধযজ্ঞকে_আমেরিকা_সমর্থন_দিয়ে_যাচ্ছে_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: হোয়াইট হাউজ ইসরাইলি অপরাধযজ্ঞের অংশীদার হতে ভালোবাসে। বিশ্ব জনমতের বিপরীতে অবস্থান নিয়ে পতনশীল ইসরাইলকে আমেরিকা সমর্থন দিয়ে যাচ্ছে বলে আমির আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২৩ ১৫:৪১ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: হোয়াইট হাউজ ইসরাইলি অপরাধযজ্ঞের অংশীদার হতে ভালোবাসে। বিশ্ব জনমতের বিপরীতে অবস্থান নিয়ে পতনশীল ইসরাইলকে আমেরিকা সমর্থন দিয়ে যাচ্ছে বলে আমির আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা গত ৭ অক্টোবর গাজা থেকে কুদস দখলদার ইহুদিবাদীদের বিভিন্ন অবস্থানে অভিযান চালায়। আল-আকসা তুফান নামের ওই অভিযানে ইহুদিবাদী ইসরাইলের সকল অহংকার ধূলায় মিশে যায়। সেই পরাজয়ের গ্লানি মেটাতে এবং প্রতিরোধ শক্তির অভিযান বন্ধ করার লক্ষ্যে গাজা উপত্যকার সকল ক্রসিং বন্ধ করে দিয়ে নির্বিচার বোমা বর্ষণ করে যাচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ ফিলিস্তিনী শহীদদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে। ওই পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১০ হাজার ১৬৫ ফিলিস্তিনী শহীদ এবং ২৭ হাজার ফিলিস্তিনী আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন সম্পর্কে তার ব্যক্তিগত পেইজে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন: গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ১২০টিরও বেশি দেশের লাখ লাখ মানুষ অনুরোধ জানিয়েছে। ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে কয়েক মিলিয়ন মানুষ প্রতিদিনই মিছিল করছে। স্বাধীনতাকামী সেইসব মানুষ রাজপথে নেমে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের নিন্দায় সোচ্চার হয়েছে। কিন্তু হোয়াইট হাউস বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে পতনশীল ইসরাইলের অপরাধযজ্ঞের শরিক হতেই পছন্দ করছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।