যুব বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ইরানি যুব দলের দারুণ চমক
https://parstoday.ir/bn/news/iran-i130650-যুব_বিশ্বচ্যাম্পিয়ন_ব্রাজিলকে_হারিয়ে_ইরানি_যুব_দলের_দারুণ_চমক
ইরানের যুব দল বিশ্ব চ্যাম্পিয়ন দুর্দান্ত ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য বড় ধরনের চমক উপহার দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১১, ২০২৩ ২৩:৪১ Asia/Dhaka

ইরানের যুব দল বিশ্ব চ্যাম্পিয়ন দুর্দান্ত ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য বড় ধরনের চমক উপহার দিয়েছে।

আজ স্থানীয় সময় সন্ধ্য ৬টায় ‘সি’ গ্রুপের ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ইরানের ইয়াকুব বারাজেহ একটি গোল পরিশোধ করেন। এর একের পর এক আক্রমণ চালিয়ে ৬৮ মিনিটে কাসরা তাহেরি এবং ৭২তম মিনিটে ইসমাইল কোলিজাহেদ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ৩-২ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে এশিয়ান ফুটবলের পরাশক্তি ইরান।

পার্সটুডে/বাবুল আখতার/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।