নভেম্বর ২১, ২০২৩ ১৭:৩৫ Asia/Dhaka
  • সাইয়ারি
    সাইয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানকে বাদ দিয়ে পশ্চিম এশিয়ায় কোনো কিছুই সম্ভব নয়।

তিনি আজ (মঙ্গলবার) ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, ইরানের শক্তির উপাদানগুলো এখন গোটা বিশ্বের কাছেই স্পষ্ট এবং আন্তর্জাতিক ব্যবস্থায় এটি স্বীকৃত। জাতীয় শক্তি ও সামর্থ্য বৃদ্ধির মধ্যদিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো দেশের শক্তি ও সামর্থ্য নিশ্চিত হয়।

ইরানের এই কমান্ডার বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক অঙ্গনের একটি মূল খেলোয়াড় হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। এর কারণ হলো ইরানের জাতীয় ঐক্য-সংহতি ও শক্তি-সামর্থ্য বৃদ্ধি পেয়েছে, বিশেষকরে দেশের সামরিক শক্তি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। #

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ