নভেম্বর ২৫, ২০২৩ ১৫:২৭ Asia/Dhaka
  • শিগগিরি ওমান সাগরে দুটি যৌথ নৌ মহড়া চালাবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, শিগগিরি কয়েকটি দেশের নৌ সেনাদের সঙ্গে ইরান অন্তত দুটি যৌথ মহড়া চালানোর পরিকল্পনা করেছে। আগামী কয়েক মাসের মধ্যে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে।

গতকাল (শুক্রবার) অ্যাডমিরাল শাহরাম ইরানি রাজধানী তেহরানে  সাংবাদিকদের বলেন, প্রথম মহড়ায় ওমানের সাথে ইরানের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া চালাবে। এ সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার অনুশীলন করা হবে। ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, আরো কয়েকটি দেশকে এই মহড়ায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, এই মহড়ার পরে আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে যার নাম হবে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’। তিনি বলেন, ২০২৩ সালের ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ মহড়ায় চীন ও রাশিয়া অংশ নিলেও এবার আরো বেশি দেশ অংশ নেবে।#

পার্সটুডে/এসআইবি/২৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ