ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে কিউবার প্রেসিডেন্টের সাক্ষাৎ
দু'দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
ডিসেম্বর ০৪, ২০২৩ ২১:০৯ Asia/Dhaka
-
সর্বোচ্চ নেতার সঙ্গে কিউবার প্রেসিডেন্ট
ইরানের সর্বোচ্চ নেতা আজ সন্ধ্যায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এবং তার সঙ্গী প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাত দিয়েছেন।
তাসনিম বার্তা সংস্থার রাজনৈতিক বিভাগ জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ সন্ধ্যায় কিউবার প্রেসিডেন্ট এবং তার সঙ্গী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে দু'দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিরাট সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন এই সামর্থ ও সক্ষমতাগুলিকে একটি জোট গঠনের জন্য ব্যবহার করা উচিত। আমেরিকাসহ যেসব দেশ পশ্চিমা বলদর্পিতার বিরুদ্ধে অভিন্ন অবস্থানে রয়েছে সেসব দেশ ওই জোটকে কাজে লাগানো উচিত।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ