ছাত্রদের উচিত আধিপত্যবাদ বিরোধী তাদের শ্লোগানের ঐতিহ্য ধরে রাখা
https://parstoday.ir/bn/news/iran-i131846-ছাত্রদের_উচিত_আধিপত্যবাদ_বিরোধী_তাদের_শ্লোগানের_ঐতিহ্য_ধরে_রাখা
তেহরানের জুমার নামাজের খতিব সাইয়্যেদ আহমাদ খাতামি ইরানের ছাত্র আন্দোলনের উজ্জ্বল ইতিহাসের কথা উল্লেখ করে বলেছেন: আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রথম সারিতে রয়েছে ছাত্ররা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৯:৩৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ আহমাদ খাতামি
    সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানের জুমার নামাজের খতিব সাইয়্যেদ আহমাদ খাতামি ইরানের ছাত্র আন্দোলনের উজ্জ্বল ইতিহাসের কথা উল্লেখ করে বলেছেন: আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রথম সারিতে রয়েছে ছাত্ররা।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্যালেন্ডারে ফার্সি ১৬ অজার মোতাবেক ৭ ডিসেম্বর 'ছাত্র দিবস' নামে পরিচিত।

১৯৫৩ সালের এই দিনে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইরান সফর করেছিলেন। তার সফলকালে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রতিবাদে ইরানী ছাত্ররা তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

মার্কিন সরকারের ক্রীড়ণক তৎকালীন পাহলভি সরকার ছাত্রদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সামরিক বাহিনী লেলিয়ে দিয়েছিল। সেনাদের হামলায় ৩ ইরানী ছাত্র শহীদ হয় এবং শত শত মানুষ আহত হয়। ছাত্রদের সেই ঐতিহাসিক আন্দোলনের কথা স্মরণ করে সাইয়্যেদ আহমাদ খাতামি বলেন: 'আমেরিকা নিপাত যাক'-এই শ্লোগানটি সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়েই উচ্চারিত হয়েছিল। কাজেই ছাত্রদের উচিত আধিপত্যবাদ বিরোধী তাদের এই শ্লোগানের ঐতিহ্য ধরে রাখা।

গাজা প্রসঙ্গে বিশিষ্ট এই আলেম বলেন: ইসলামি বিপ্লবের শুরু থেকেই ইরানের নীতি ছিল: ইসরাইলকে এই অঞ্চল থেকে হটানো এবং ফিলিস্তিন সেদেশের জনগণের ভূখণ্ড। ৭৫ বছর ধরে ফিলিস্তিনীদের ওপর অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। যেই ব্রিটেন ইসরাইল প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল সেই ব্রিটেনেই আজ ইসরাইল বিরোধী শ্লোগান উচ্চারিত হচ্ছে।  

জনাব খাতামি বলেন: একটা সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নতুন মধ্যপ্রাচ্যের কথা বলতেন। কিন্তু আজ প্রতিরোধের ভিত্তিতে নতুন মধ্যপ্রাচ্য গঠিত হয়েছে এবং সকল সমীকরণ পাল্টে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।