ডিসেম্বর ১৬, ২০২৩ ১৩:৩৪ Asia/Dhaka
  • পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার চলে গেছে এবং এরইমধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে।

অ্যাডমিরাল তাংসিরি গতকাল (শুক্রবার) জানান, আইজেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসি’র নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে। গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরো এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাত তুলে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে হুথি সমর্থিত সামরিক বাহিনী; সে হামলা ঠেকাতে কিছুই করতে পারেনি আজেনহাওয়ার।  

আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেন, আইজেনহাওয়ার এবং তার সাথে আরো কিচু সহযোগী যুদ্ধজাহাজের বহর ২০ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিল তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি’র নৌ শাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিল। তিনি আরো জানান, পারস্য উপসাগরে অবস্থানকালে আইজেনহাওয়ার আইআরজিসি’র এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ