সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত: ‘ইসরাইলকে মূল্য দিতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i132558-সিরিয়ায়_ইরানের_সামরিক_উপদেষ্টা_নিহত_ইসরাইলকে_মূল্য_দিতে_হবে’
সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৩ ০৯:২২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি
    ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি

সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

দামেস্ক থেকে প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন, গতকাল (সোমবার) জেনারেল মুসাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হন। ওই হামলা কীভাবে হয়েছে এবং তাতে আরো কেউ হতাহত হয়েছে কিনা তা ঘোষণা করা হয়নি।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জেনারেল মুসাভির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবৈধ ও শিশু-হত্যাকারী ইহুদিবাদী সরকার জেনারেল মুসাভিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে। নিঃসন্দেহে এই অপরাধের জন্য দখলদার ও অসভ্য ইসরাইল সরকারকে মূল্য দিতে হবে। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা অচিরেই ইরানি জনগণকে জানিয়ে দেয়া হবে।

জেনারেল মুসাভি ছিলেন আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানির ঘনিষ্ঠ সহযোগী। দখলদার মার্কিন সেনারা প্রায় চার বছর আগে জেনারেল সোলায়মানিকে ইরাকের রাজধানী বাগদাদে হত্যা করে।

২০২০ সালের ৩ জানুয়ারি হাজি সোলায়মানি এবং ইরাকের জনপ্রিয় পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে বহনকারী গাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলদার মার্কিন সন্ত্রাসী সেনারা। ওই হামলায় সোলায়মানি ও মুহান্দিস ঘটনাস্থলেই নিহত হন। ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত কয়েক বছর ধরে তাদের ভাষায় সিরিয়ায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।