ডিসেম্বর ২৮, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রাজধানীর দামেস্কে ইহুদিবাদী ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যা করেছে তার বদলা ইসরাইলের মৃত্যু ছাড়া আর কোন কিছুতেই হবে না।

রাজধানী তেহরানের ইমাম হোসাইন স্কয়ারে জেনারেল মুসাভির নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন আইআরজিসি’র প্রধান। গত সোমবার দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলের সন্ত্রাসী সেনারা জেনারেল মুসাভিকে শহীদ করে। 

সাইয়্যেদ মুসাভির শাহাদাতের ঘটনা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, “আমাদের লোকজনের শাহাদাতের ঘটনায় আমরা কখনোই চুপ থাকবো না। সাইয়্যেদ রাজি হত্যার প্রতিশোধ নেয়া হবে এবং ইসরাইল বিশ্ব থেকে মুছে যাবে।”

জেনারেল মুসাভিকে প্রতিরোধ ফ্রন্টের অন্যতম প্রধান অভিজ্ঞ ও কার্যকর কমান্ডার বলেও উল্লেখ করেন জেনারেল সালামি। আইআরজিসি প্রধান বলেন, জেনারেল মুসাভি গত ৪৫ বছরে কখনো জিহাদের ময়দান ছেড়ে যাননি। তিনি শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং সুলাইমানির শাহাদাতের পর তিনি তার পথে একইভাবে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। জেনারেল সালামি বলেন, “আমাদের চেয়ে শত্রুরাই তাকে বেশি চিনতো কারণ তারা তার কাছ থেকে বহুবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।”#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ