জানুয়ারি ০৫, ২০২৪ ১৭:১০ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীই ঠিক করবে তারা কখন ও কোথায় শত্রুদেরকে কঠোর জবাব দেবে। তিনি আজ (শুক্রবার) কেরমানে শহীদদের দাফন অনুষ্ঠানের আগে এক সমাবেশে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শত্রুরা কাসেম সোলাইমানির নাম, ছবি, মাজারসহ তার কোনো কিছুকেই সহ্য করতে পারে না। কারণ তিনি মহান কাজ করে গেছেন।

রায়িসি বলেন, ইসলামের শত্রুরা পবিত্র ইসলাম ধর্মের নাম ব্যবহার করে দায়েশ বা আইএস-কে দিয়ে ইরাক ও সিরিয়ায় ভুয়া ইসলামি খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। ইসলামের শত্রুদের প্রতিষ্ঠিত আইএস-কে দিয়ে ভুয়া খেলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন কাসেম সোলাইমানি। যেমনিভাবে ইহুদি ধর্মের নাম ব্যবহার করে ইসরাইল নামের ভুয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এখন পর্যন্ত সব সমীকরণেই দখলদার ইসরাইল গাজায় ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের বিমান ও নৌ শক্তি নেই। তাদের স্থল শক্তির একটা অংশ রয়েছে। কিন্তু সব বিশ্লেষকই বলছেন ইহুদিবাদী ইসরাইল এই ঈমানদার শক্তির মোকাবেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে।#     

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ