জানুয়ারি ১৭, ২০২৪ ২০:০৪ Asia/Dhaka
  • ইরানবিরোধী জঙ্গি গোষ্ঠীর কয়েক জন সদস্য
    ইরানবিরোধী জঙ্গি গোষ্ঠীর কয়েক জন সদস্য

পাকিস্তান ভূখণ্ডে ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর দু'টি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়েছে। গতরাতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সেখানে আঘাত হানে।

ইরানবিরোধী এই গোষ্ঠীটি নিজেদেরকে 'জয়শুল আদ্ল' নামে অভিহিত করলেও ইরান এটিকে 'জয়শুল জুল্‌ম' নামে অভিহিত করে থাকে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে এ পর্যন্ত বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

গত মাসেও সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি থানায় এই সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১১ ইরানি পুলিশ শহীদ হন। সীমান্তবর্তী প্রদেশ হওয়ায় সন্ত্রাসীরা পাকিস্তানে অবস্থিত ঘাঁটিগুলো থেকে সীমান্ত পথে ইরানে প্রবেশ করে হামলা চালিয়ে থাকে।

এদিকে, আজ ইরানের সিস্তান-বেলুচিস্তানের রাস্ক এলাকায় এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সদস্যদের সংঘর্ষ হয়েছে। আজকের সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং অন্যরা পালানোর চেষ্টা করছে। তবে আইআরজিসি পুরো এলাকাটি ঘিরে সেখানে অভিযান পরিচালনা করছে।#   

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ