জানুয়ারি ১৭, ২০২৪ ২০:২১ Asia/Dhaka
  • পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান-পাকিস্তানের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তানের নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যৌথ নৌ মহড়া চালিয়েছে। দুদেশের মধ্যকার সহযোগিতা এবং সম্পর্ক আরো বাড়ানোর লক্ষ্য নিয়ে গতকাল (মঙ্গলবার) দিনব্যাপী দুই দেশের নৌবাহিনী এই মহড়া চালায়।

ইরানের বন্দর আব্বাসের কাছে এই মহড়া অনুষ্ঠিত হয় এবং এতে ইরান ও পাকিস্তানের যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ অংশ নেয়।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, নৌ মহড়ার মূল লক্ষ্যগুলো হচ্ছে- প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাত্রা বাড়ানো, সামরিক সম্পর্কের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সমুদ্র চুক্তি বাস্তবায়ন। 

ইরান ও পাকিস্তানী নৌবাহিনীর তরুণ অফিসার এবং ক্যাডেটরা মহড়ায় টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দুপক্ষের মধ্যে যোগাযোগ ও তথ্য বিনিময়ের অনুশীলন করে। তারা সমুদ্রে জরুরি পরিস্থিতিতে বার্তা পাঠানো ও গ্রহণ করার অনুশীলনও করেছেন।

মধ্যপ্রাচ্য অঞ্চলে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে তখন ইরান ও পাকিস্তান এই মহড়া চালালো। সাম্প্রতিক বছরগুলোতে দেশ দুটি সামরিক সহযোগিতা বাড়িয়েছে এবং বেশ কয়েকটি যৌথ নৌ মহড়া চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ