জানুয়ারি ২০, ২০২৪ ০৯:২৪ Asia/Dhaka
  • ইরানের জাতীয় দল
    ইরানের জাতীয় দল

কাতারে অনুষ্ঠানরত এশিয়া কাপ ফুটবলে ইরান তার দ্বিতীয় খেলায় হংকংকে পরাজিত করে নক আউট পর্বে উন্নীত হয়েছে। গতরাতে দোহার খলিফা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় ইরান হংকংকে ১-০ গোলে পরাজিত করে।

ইরানের জাতীয় ফুটবল দল নিজেদের প্রথম খেলায় ফিলিস্তিনকে ৩-০ গোলে পরাজিত করার পর গতরাতের খেলায় জয়লাভ করে নক আউট পর্ব নিশ্চিত করতে মাঠে নেমেছিল। অন্যদিকে হংকং তাদের প্রথম খেলায় সংযুক্ত আরব আমিরাতের কাছে পরাজিত হয়েছিল বলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই খেলায় তাদের জয়ের বিকল্প ছিল না।

ইরানের ফুটবল কোচ আমির কাল-এ-নুয়ি হংকংয়ের বিরুদ্ধে খেলায় দলে পাঁচটি পরিবর্তন আনেন। ফিলিস্তিনের বিরুদ্ধে দলে স্থান না পাওয়া রুজবে চেশমি, সাইয়্যেদ মাজিদ হোসেইনি, রমিন রেজায়িয়ান, মিলাদ মোহাম্মাদি ও শাহরিয়ার মোগানলুকে মূল একাদশে অন্তর্ভুক্ত করা হয়।

ইরানের চেয়ে তুলনামূলক দুর্বল হওয়া সত্ত্বেও খেলায় প্রথম গোলের সুযোগ হংকংই সৃষ্টি করেছিল। ১৭ মিনিটের মাথায় মধ্যমাঠের খেলোয়ার রুজবে চেশমির ভুলে হংকংয়ের আক্রমণভাগের খেলোয়ার অর্টন কামারগু ইরানের ডি বক্সের কাছাকাছি বল পেয়ে যান। কিন্তু কামারগু’র শট ইরানের গোলপোস্টের উপর দিয়ে চলে যায় এবং সে বিপদ থেকে রক্ষা পায় ইরান।

এরপর ইরানি খেলোয়াড়রা ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। ২২ মিনিটের মাথায় রমিন রেজায়িয়ানের দেয়া পাসে শাহরিয়ার মোগানলু চমৎকার এক হেডে গোলের সুযোগ সৃষ্টি করেন কিন্তু বলটি সাইড বারে লেগে ফিরে আসে এবং ইরানের গোল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগটি ব্যর্থ হয়।

তবে খেলার ২৪ মিনিটের মাথায় হংকংয়ের ডি বক্সের ভেতর মেহদি কয়েদির কাছে বল পৌঁছে দেন মিলাদ মোহাম্মাদি। কয়েদি দর্শনীয় এক শটে সে সুযোগটিকে কাজে লাগান এবং হংকংয়ের জালে বল জড়িয়ে দেন। ইরান খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময়েই ১-০ গোলে এগিয়ে যায়।

এরপর ইরানি খেলোয়াড়রা আরো বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেও গোল দিতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। হংকংয়ের বিরুদ্ধে খেলায় জয়লাভ করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে মোট ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হলো ইরান।  গতরাতে একই সময়ে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের অপর খেলায় সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের খেলা ১-১ গোলে ড্র হয়।

এর ফলে ‘সি’ গ্রুপের চার দল নিজেদের দু’টি করে খেলা শেষ করল। দুই খেলা শেষে ইরান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ফিলিস্তিনের ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট এবং হংকং তার নামের পাশে এখনও কোনো পয়েন্ট যোগ করতে পারেনি। আগামী মঙ্গলবার এই গ্রুপের শেষ খেলায় ইরান সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলা করবে এবং হংকং ফিলিস্তিনের মুখোমুখি হবে।  এখন এই গ্রুপ থেকে সংযুক্ত আরব আমিরাত নাকি ফিলিস্তিন নক আউট পর্বে উন্নীত হবে সে ভাগ্য সেদিন নির্ধারিত হবে।#

.পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ