‘ইরানি সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ইসরাইলকে অবশ্যই ভোগ করতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i133650-ইরানি_সামরিক_উপদেষ্টাদের_বিরুদ্ধে_সন্ত্রাসী_কর্মকাণ্ডের_পরিণতি_ইসরাইলকে_অবশ্যই_ভোগ_করতে_হবে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার পরিণতি অবশ্যই দখলদার সরকারকে ভোগ করতে হবে। গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসকে লেখা চিঠিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৪ ১০:৩৯ Asia/Dhaka
  • অ্যান্তোনিয় গুতেরেস ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    অ্যান্তোনিয় গুতেরেস ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার পরিণতি অবশ্যই দখলদার সরকারকে ভোগ করতে হবে। গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসকে লেখা চিঠিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জে এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের অন্তত ৫ জন সামরিক উপদেষ্টাকে শহীদ করে। এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে এই চিঠি লিখলেন। তিনি এতে সুস্পষ্ট করে বলেছেন, পাঁচ সামরিক উপদেষ্টাসহ ইরানের যত নাগরিকের বিরুদ্ধে ইহুদিবাদীরা গুপ্তহত্যা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তার ফল তাদেরকে ভোগ করতে হবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে আরো বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলের সমস্ত গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সময় সুযোগ মতো সিদ্ধান্তমূলক এবং সমানুপাতিক জবাব দেয়ার অধিকার রাখে।

সম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী ইসরাইল ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে এ নিয়ে তৃতীয় দফা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলো বলে চিঠিতে উল্লেখ করেছেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। এ সমস্ত কর্মকাণ্ডের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের প্রকৃত সন্ত্রাসী চরিত্র এবং মধ্যপ্রাচ্য ও তার বাইরের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ভূমিকা স্পষ্ট হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএ্‌আর/২৩