ইসরায়েলি বন্দীদের মৃতদেহ সম্পর্কে কাসসাম ব্রিগেডের গুরুত্বপূর্ণ বিবৃতি
https://parstoday.ir/bn/news/event-i153602-ইসরায়েলি_বন্দীদের_মৃতদেহ_সম্পর্কে_কাসসাম_ব্রিগেডের_গুরুত্বপূর্ণ_বিবৃতি
কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে: আমরা ইয়েলো লাইনের মধ্যে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ বের করে আনতে প্রস্তুত।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০১, ২০২৫ ১৮:০১ Asia/Dhaka
  • ইসরায়েলি বন্দীদের মৃতদেহ সম্পর্কে কাসসাম ব্রিগেডের গুরুত্বপূর্ণ বিবৃতি
    ইসরায়েলি বন্দীদের মৃতদেহ সম্পর্কে কাসসাম ব্রিগেডের গুরুত্বপূর্ণ বিবৃতি

কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে: আমরা ইয়েলো লাইনের মধ্যে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ বের করে আনতে প্রস্তুত।

আল জাজিরার বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হামাস আন্দোলনের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড আজ, শনিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে: বন্দি বিনিময়ের কাজ সমাপ্ত করার জন্য আমাদের বাহিনী ইয়েলো লাইনের মধ্যে এবং গাজার সমস্ত স্থানে শত্রু বন্দীদের মৃতদেহ হস্তান্তর করতে প্রস্তুত।

কাসসাম বলেছে: আমরা মধ্যস্থতাকারীদের এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে প্রয়োজনীয় সরঞ্জাম, লোকবল সরবরাহ এবং বন্দী হস্তান্তরের কাজ শেষ করার আহ্বান জানাচ্ছি যাতে একই সাথে সমস্ত মৃতদেহ স্থানান্তর করা যায়।

কাসসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে: গতকাল, মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করার জন্য, তারা অজ্ঞাত মৃতদেহের তিনটি নমুনা হস্তান্তরের প্রস্তাব করেছিল, কিন্তু ইসরায়েল নমুনা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং পরীক্ষার জন্য মৃতদেহ সম্পূর্ণ হস্তান্তরের দাবি করে।#

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।