ইয়েমেন ইস্যুতে আমেরিকাকে কঠোর বার্তা দেওয়া হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Tue, 23 Jan 2024 13:36:54 GMT )
জানুয়ারি ২৩, ২০২৪ ১৯:৩৬ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, লোহিত সাগরে ইয়েমেনের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করে আমেরিকা ও ব্রিটেন কৌশলগত ভুল করছে। এ বিষয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে।

তিনি সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক সফর করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহিয়ান আরও বলেন, ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে মার্কিন হামলার পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এসব পদক্ষেপ গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং এর ফলে যুদ্ধের পরিধি আরও বাড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলার পর স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে লোহিত সাগরে ২৩০টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ তাদের পথ অতিক্রম করছে। এটা থেকে প্রমাণিত হয় ইয়েমেন কেবল ঐসব জাহাজকে থামাচ্ছে যেগুলো দখলদার ইসরাইলের বিভিন্ন বন্দরের দিকে যাচ্ছে।

গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইয়েমেনের সাহসী সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইল অভিমুখী জাহাজগুলো থামিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ইয়েমেনে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলের পৃষ্ঠপোষক ইঙ্গ-মার্কিন বাহিনী।

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।