জানুয়ারি ২৫, ২০২৪ ১৮:০৮ Asia/Dhaka
  • ফিলিস্তিন এখন সমগ্র মানবতার উদ্বেগের বিষয়: ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করাই তাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বুধবার ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক উচ্চ পরিষদের অষ্টম বৈঠকে এ কথা বলেন। তিনি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন: ফিলিস্তিন এখন শুধুমাত্র ইরানের প্রধান উদ্বেগের বিষয় নয়, তুরস্ক কিংবা মুসলিম বিশ্বেরই উদ্বেগের কারণ নয় বরং ফিলিস্তিন সমগ্র মানবতার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন: ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে অন্যতম কার্যকর প্রতিবন্ধক পদক্ষেপ বলে মনে করে।

রায়িসি বলেন যে, ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী সকল অপরাধের চেয়েও বেশি দুঃখজনক বিষয় হলো ওই বর্বর অপরাধের প্রতি আমেরিকা ও পশ্চিমাদের সমর্থন। সেইসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তাও ইহুদিবাদীদের অপরাধ চালিয়ে যেতে মদদ জোগাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকা মানবাধিকার রক্ষার দাবি করা সত্ত্বেও ইহুদিবাদীদের হাতে নিরীহ ও অরক্ষিত ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার সমর্থনে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ