জানুয়ারি ২৯, ২০২৪ ১১:১৯ Asia/Dhaka
  • মার্কিন ঘাঁটিতে হামলায় জড়িত থাকার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ইরান

সিরিয়া-জর্দান সীমান্তে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে গতকালের ড্রোন হামলার জন্য ব্রিটিশ সরকার ইরানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তার দেশকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ও বাগাড়ম্বর করায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামরনের প্রচণ্ড সমালোচনা করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, “মধ্যপ্রাচ্যে যা কিছু ঘটছে তা উল্টো করে তুলে ধরার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। এছাড়া, তারা তৃতীয় পক্ষের বিশেষ করে শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার দ্বারা প্ররোচিত হয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে।”

গতকাল সিরিয়া-জর্দান সীমান্তের আল-তানাফ ঘাঁটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার জন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়াদের’ দায়ী করেন এবং প্রতিশোধ নেয়ার হুমকি দেন।

তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এজন্য সরাসরি ইরানকে দায়ী করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের এসব হামলা পরিচালনায় ইরান জড়িত রয়েছে।

তেহরান এ ধরনের অভিযোগ বহু আগে থেকে নাকচ করে দিয়ে বলে এসেছে, ইয়েমেন, ইরাক কিংবা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যা কিছু করছেন তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সক্ষমতা অনুযায়ী করছেন এবং এখানে তেহরানের কোনো হাত বা সংশ্লিষ্টতা নেই। ইরান আরো বলেছে, মধ্যপ্রাচ্যে তার কোনো ‘প্রক্সি গ্রুপ’ নেই।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে বলেন, “আমরা এখনও ইরানকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।” ইরানের পরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের বক্তব্যকে ‘অগঠনমূলক’ আখ্যায়িত করে বলেন, কোনো কোনো পশ্চিমা কর্মকর্তা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দেয়ার চেষ্টা করছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৯

ট্যাগ