ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৪:৩৭ Asia/Dhaka
  • ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমাদের অবস্থান গণতন্ত্র-বিরোধী

গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পথে বাধা সৃষ্টি করে পশ্চিমারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বাধাগ্রস্থ করছে।

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবের ৪৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানত বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে প্রেসিডেন্ট রায়িসি বলেন, পশ্চিমারা নিজেদেরকে গণতন্ত্রের ব্যাপারে চ্যাম্পিয়ন বলে দাবি করে অথচ ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকারকে বাধাগ্রস্থ করছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা যারাই গণতন্ত্রের কথা বলবে তাদের উচিত হবে ফিলিস্তিনিদের ভবিষ্যত নির্ধারণের বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ না করা বরং একমাত্র ফিলিস্তিনিরাই তাদের ভবিষ্যত ঠিক করবে। তিনি আরো বলেন, “আপনারা যারা গণতন্ত্রের কথা বলেন তাদের অবশ্যই করণীয় হচ্ছে- প্রতিটি ফিলিস্তিনি মুসলিম, খ্রিস্টান অথবা ইহুদি যাইহোক না কেন তাকে ভোটের অধিকার দেয়া।”

গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার বিষয়ে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এটি সত্যিই দুঃখজনক যে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো এই গণহত্যামূলক যুদ্ধকে সমর্থন করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রক্তপাত বন্ধ করতে পারছে না। তিনি বলেন, আমেরিকা এবং পশ্চিমারা এই অপরাধযজ্ঞে সমর্থন দিচ্ছে এবং আন্তর্জাতিক সংগঠনগুলো যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না -এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে?

ইরানের প্রেসিডেন্ট বর্তমান বিশ্বব্যবস্থাকে সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, এই অন্যায় ব্যবস্থা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দিয়েছে। তিনি চলমান সংঘাতে ফিলিস্তিনিদেরকে চূড়ান্ত বিজয়ী এবং দখলদার ইসরাইল সরকারকে পরাজিত বলে অভিহিত করেন। রায়িসি বলেন, "বিজয় ফিলিস্তিনি জাতির এবং ইসরাইলি সরকার পরাজিত হয়েছে কারণ তারা পূর্ব ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।”#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ