ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৪:০৭ Asia/Dhaka
  • ইরানে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ লাইন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ পাইপলাইনে সন্ত্রাসীদের অন্তর্ঘাতমূলক হামলা হয়েছে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস টিভি জানিয়েছে, চহারমহাল, বখতিয়ারি এবং ফার্স প্রদেশে প্রায় একই সময়ে কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির হেড অফ ডিসপ্যাচিং অপারেশন্স সাঈদ আকলি জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চহারমহাল এবং বখতিয়ারি প্রদেশের বোরুজিন কাউন্টের ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পরপরই জরুরিভিত্তিতে সংকট মোকাবেলার জন্য জাতীয় গ্যাস কোম্পানির কর্মকর্তারা বৈঠকে বসেন। এতে যোগ দেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং উপ তেলমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিস্ফোরণের পর গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্ক আবার মেরামত করা হয়েছে এবং সংকট কেটে গেছে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ