ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৫:১২ Asia/Dhaka
  • মুসলিম নেতারা কি গাজা ইস্যুতে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করছে: ইরানের সর্বোচ্চ নেতার প্রশ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্বের বড় ইস্যু হচ্ছে গাজা ইস্যু। নিশ্চিতভাবেই মুসলিম বিশ্ব গাজার কারণে শোকাচ্ছন্ন।

তেহরানে ৪০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের সমাবেশে তিনি এ কথা বলেন।  

তিনি প্রশ্ন করেন, বর্তমানে কি মুসলিম বিশ্বের নেতারা ও কর্মকর্তারা গাজার বিষয়ে কুরআনের শিক্ষা ও নির্দেশনাকে বাস্তবায়ন করছে। প্রতিরোধ সংগ্রামীরা গাজা তথা ফিলিস্তিনের অভ্যন্তরে কুরআনের শিক্ষাকে বাস্তবায়ন করছে। তারা গাজার অভ্যন্তরে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন।

বর্তমান যুগের মানুষ আল্লাহর রহমতে ইসরাইল নামক ক্যান্সার থেকে মুক্ত হতে পারবে এবং এই বিজয় দেখে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। #  

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ