মার্চ ০৬, ২০২৪ ১৯:০৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি (ডানে)
    প্রেসিডেন্ট রায়িসি (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তা বন্ধ না হলে যেকোনো সময় বিশ্বের তরুণদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে।

আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ (বুধবার) তার ওই সাক্ষাৎকার টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার হয়েছে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “ইসরাইলের নির্যাতনে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জনগণের ধৈর্য নিঃশেষ হয়ে যায়নি বরং তা সারা বিশ্বের মানুষের ধৈর্য কেড়ে নিয়েছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সারা বিশ্বের তরুণরা- তা হোক আমেরিকা, ব্রিটেন বা অন্য কোনো দেশের, তারা কোনো না কোনভাবে ইসরাইলের অপরাধযজ্ঞের জবাব দেবে।”

এসময় ইরানের প্রেসিডেন্ট আমেরিকার বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্যের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন। এছাড়া, আমেরিকা ও ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গাজার প্রতি সংহতি জানিয়ে এবং ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে যেসব বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে তার কথাও তিনি তুলে ধরেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমেরিকা এবং ব্রিটেনের সরকারগুলো তাদের নিজেদের জনগণের কথা এবং বিশ্ববাসীর কথায় কান দিতে চায় না বরং এই দুই দেশের সরকার গাজায় যুদ্ধের বিস্তৃতি চায়।

ইরানি প্রেসিডেন্ট ইসরাইলকে ক্যান্সারযুক্ত টিউমার আখ্যা দিয়ে তা থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিশুদ্ধ রক্ত ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের অবসান ঘটাবে।”#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ