মার্চ ১৯, ২০২৪ ১৪:৩৭ Asia/Dhaka
  • প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের নারী তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা
    প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের নারী তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা

ইরানের দুই সদস্যের জাতীয় মহিলা তায়কোয়ান্দো দল প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করবে।

প্যারিস ২০২৪ অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়া ওই দুই নারী নারী ক্রীড়াবিদ হলেন ‘নাহিদ কিয়ানি’ এবং ‘মোবিনা নেমাতজাদেহ’।

দুই ইরানি তায়কোয়ান্দোবিদ নাহিদ কিয়ানি এবং মোবিনা নেমাতজাদেহ

২৫ বছর বয়সী নাহিদ কিয়ানি এর আগে ২০২৩ সালে নেগেটিভ ৫৩ কেজি তায়কোয়ান্দো বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।

 

 ইরানি তায়কোয়ান্দোবিদ নাহিদ কিয়ানি

১৮ বছর বয়সী তায়কোয়ান্দো খেলোয়াড় মোবিনা নেমাতজাদেহ তার ক্যারিয়ারে ২০২২ সালের বিশ্ব জুনিয়রে সোনা জিতেছেন।  তিনি এশিয়া মহাদেশের প্রতিযোগিতায় ইরানের একমাত্র নারী তায়কোয়ান্দোবিদ হিসেবে নির্বাচিত হন এবং ফাইনালে উঠতে সক্ষম হন। ইরানের নারী তায়কোয়ান্দোবিদদের মধ্যে তার স্থান তৃতীয়।

 ইরানি তায়কোয়ান্দোবিদ মোবিনা নেমাতজাদেহ

এর আগে, ইরানের নারী তায়কোয়ান্দো দল ২০১৬ সালের অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম পদক জিতেছিল এবং এবারের প্যারিস অলিম্পিকে ইরানের পক্ষ থেকে দুই নারী তায়কোয়ান্দোবিদ অংশ নিচ্ছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ