মার্চ ২৩, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  •  মস্কোর কনসার্টে রক্তক্ষয়ী হামলায় নিহত অন্তত ৪০; নিন্দা জানাল ইরান

রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলীতে একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় শতাধিক লোকের হতাহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে ইরান। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, শুক্রবার রাতের ওই হামলায় অন্তত ৪০ জন নিহত ও অপর ১০০ জনের বেশি লোক আহত হয়েছে।

এফএসবির বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ‘ক্রোকাস সিটি হল’ কনসার্টে ওই সন্ত্রাসী হামলা হয়। খবরে বলা হয়, প্রথমে বন্দুকধারীরা কনসার্ট দেখতে আসা লোকদের ওপর গুলিবর্ষণ করে এবং এরপর সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।

হামলাকারীরা এলোপাথাড়ি গুলি করার পাশাপাশি ভয়াবহ বিস্ফোরণ ঘটনায়। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায় এবং এটির ছাদ ধসে পড়ে।

ইন্টারফ্যাক্স বলছে, পাঁচজনের একটি দল এই হামলায় জড়িত। তারা মুখোশ পরে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটির শপিং সেন্টারে আজ ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে।  তিনি এ হামলায় হতাহতদের ঘনিষ্ঠজনদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।  মেয়র আহতদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

মস্কো থেকে এ হামলার খবর পাওয়ার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে বলেন, “আমরা মস্কোর একটি বাণিজ্যিক কেন্দ্রে রক্তাক্ত ও পাশবিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই; যে হামলায় বহু রুশ নাগরিক হতাহত হয়েছেন।” তিনি এ ঘটনায় রুশ সরকার ও জনগণকে বিশেষ করে হতাহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান। এরকম একটি বিয়োগান্তক সময়ে ইরান রাশিয়ার পাশে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ