মার্চ ২৯, ২০২৪ ১৪:২৬ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিন: বিশ্ব-সমাজের প্রতি ইরান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর গণহত্যা চালানোর অপরাধে দখলদার এই সত্তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিজ তার সাম্প্রতিক রিপোর্টে নিশ্চিত করেছেন যে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। এরপর ইরানের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হলো।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার কথা এখন নিশ্চিত হয়েছে এবং জাতিসংঘের বিশেষ প্রতিবেদক স্পষ্টভাবে তা তুলে ধরেছেন।

গত মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে জমা দেয়া এক প্রতিবেদনে ফ্রান্সিস্কা আলবানিজ বলেন, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা প্রতিরোধ করতে হলে এখনই ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং অস্ত্র অবরোধ আরোপ করতে হবে।

এ প্রসঙ্গে নাসের কানয়ানি বলেন, "জাতীয় সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক ও আইনি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো এখন শুধু বিশ্ব জনমতই নয় বরং ইতিহাসেরও বিচারের মুখোমুখি। তারা কি এখন তাদের মানবিক, আইনি ও ঐতিহাসিক দায়িত্ব পালন করবে?"#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ