নিরাপত্তা পরিষদকে চিঠি দিলেন জাহরা এরশাদি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাল ইরান
সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি বাহিনীর বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান। চিঠিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অপরাধযজ্ঞের ব্যাপারে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানিয়েছে তেহরান।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও ইরান মিশনের উপপ্রধান জাহরা এরশাদি নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধানের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ প্রতিবাদলিপি পাঠিয়েছেন।
এতে তিনি বলেছেন, আন্তর্জাতিক কনভেনশনে প্রচণ্ড যুদ্ধের মধ্যেও কূটনৈতিক স্থাপনাকে সুরক্ষা দেয়ার কথা বলা হয়েছে অথচ ইরানের সঙ্গে ইসরাইলের সরাসরি কোনো যুদ্ধ না থাকা সত্ত্বেও ওই কনভেনশন লঙ্ঘন করে ইরানি কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে তেলআবিব।
এ হামলায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিপন্ন হয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। ভয়ঙ্কর এই হামলার যে প্রতিক্রিয়া হবে তাতে আঞ্চলিক সংঘাত বেধে যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন জাহরা এরশাদি। তিনি বলেন, কাজেই ইরান ইসরাইলের ওই সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের উপপ্রধান আরো বলেন, এই হামলার যেকোনো পরিণতির দায় ইহুদিবাদী ইসরাইলকে বহন করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ হামলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে।
সোমবার বিকেলে দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় কনস্যুলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।