এপ্রিল ০৬, ২০২৪ ০৯:৪৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সারাদেশে আন্তর্জাতিক কুদস দিবসের সমাবেশে ইরানি জাতিকে তাদের সর্বোচ্চ উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরাইলি শাসক গোষ্ঠীর নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জাগরণ নিশ্চিতভাবে তেল আবিব সরকারের ধ্বংসের চূড়ান্ত পরিণতি হবে।

ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন যাতে বিশ্বের স্বাধীনচেতা মানুষেরা বর্ণবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করে। 

 এ বছর বিশ্ব কুদস দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজা উপত্যকার নিপীড়িত ও নিরুপায় জনগণ ৬ মাসেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার মধ্যে দিনাতিপাত করছে। ইসরাইলি হামলায়  এরই মধ্যে ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি সেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। এ কারণে এবারের কুদস দিবসে বিশ্বের সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়ে গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন ঘোষণা করেছে।

দিনের শেষে জারি করা এক বার্তায়  প্রেসিডেন্ট রায়িসি এই অনুষ্ঠানের বিষয়ে তাদের দায়িত্বের অংশকে সম্মান করার জন্য ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রায়িসি তার বার্তায় আরো বলেন, "এই মহাকাব্যিক এবং প্রশংসনীয় উপস্থিতি বিশ্বব্যাপী আধিপত্যকামীদের কাছে একটি উচ্চ বার্তা প্রচার করেছে যে নিপীড়ন, ক্রোধ এবং হত্যাকাণ্ড ব্যর্থতায় পরিণত হবে।" প্রেসিডেন্টের বার্তায় আরো বলা হয়েছে, "বিশ্বব্যাপী এবং সর্বজনীন আন্দোলন অবশ্যই একটি ফল বয়ে নিয়ে আসবে এবং বিশ্বের মানবজাতি সত্যই ঐশ্বরিক প্রতিশ্রুতি এবং ইহুদিবাদী শাসনের ধ্বংসের সাক্ষ্য দেবে।"#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ