এপ্রিল ১৫, ২০২৪ ১৩:৩৭ Asia/Dhaka
  • ল্যাভরভ ও আমির আবদুল্লাহিয়ানের ফোনালাপ
    ল্যাভরভ ও আমির আবদুল্লাহিয়ানের ফোনালাপ

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পর ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নতুন যেকোনো উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দুই মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, এই অঞ্চলে নতুন যেকোন ধরনের উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে দেবে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। সেখানে দুজনই নতুন কোনো বিপজ্জনক উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। 

গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালিন মন্ত্রিসভা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আলোচনা করে এবং এর সম্ভাব্য জবাবের বিষয়টি সেখানে গুরুত্ব পায়। এরপর ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "এই ধরনের পরিস্থিতি ঠেকাতে এবং তার কারণগুলো দূর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বিশেষ অগ্রাধিকার দেয়া উচিত।"

ফোনালাপে রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানান।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ