এপ্রিল ১৯, ২০২৪ ১৫:৩৪ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন

ইরানের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ব্রিটেন। ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর বৃহস্পতিবার ওয়াশিংটন ও লন্ডন এ পদক্ষেপ নিল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ইতালির ক্যাপরি দ্বীপে সাত জাতিগোষ্ঠী জি৭’ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন।

দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার জের ধরে ইসরাইলকে লক্ষ্য করে তেহরান ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর চারদিন পর তিনি এ ঘোষণা দিলেন।

নিষেধাজ্ঞায় যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আশতিয়ানি, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী।

ব্রিটেনের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের ১৩ কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে। লন্ডন দাবি করেছে, এসব ব্যক্তি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন।

অন্যদিকে ইরানের ১৬ কর্মকর্তা ও দু’টি কোম্পানিকে ওয়াশিংটনের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থ বিভাগ বলেছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের পাইলটবিহীন বিমান বা ড্রোন উন্নত করার কাজে জড়িত রয়েছেন।

এর বাইরে মার্কিন সরকার ইরানের স্টিল শিল্পের পাঁচটি কোম্পানি এবং আইআরজিসিকে যন্ত্রাংশ সরবরাহকারী একটি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রিটেন ও আমেরিকাকে অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়নও ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ