যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি ইরানকে অবহিত করলেন হানিয়া
(last modified Tue, 07 May 2024 03:32:47 GMT )
মে ০৭, ২০২৪ ০৯:৩২ Asia/Dhaka
  • যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি ইরানকে অবহিত করলেন হানিয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার একটি প্রস্তাবে সম্মতি দিয়েই বিষয়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়াল এক্স একাউন্টে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, হানিয়া তাকে জানিয়েছেন যে, তিনি মিশর ও কাতারের যে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন তাতে ইসরাইলি আগ্রাসন বন্ধ, বন্দি বিনিময় এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার কথা বলা হয়েছে।

হানিয়ার বক্তব্য উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে আরো লিখেছেন, “বল এখন প্রতিপক্ষের কোর্টে। হামাস তার প্রতিশ্রুতিতে সত্যনিষ্ঠ রয়েছে।”

এদিকে ওই ফোনালাপ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফোনালাপে হানিয়া গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য হামাসের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে আমির-আব্দুল্লাহিয়ানকে অবহিত করেন। তিনি একথা পুনর্ব্যক্ত করেন যে, যেকোনো রাজনৈতিক চুক্তিতে ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হবে।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত সাত মাস ধরে গাজার ওপর ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোর অটল ও অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য ইরান যেসব কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সে সম্পর্কেও তিনি হামাস নেতাকে অবহিত করেন।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ