মে ২৪, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka
  • প্রেসিডেন্টের শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি বিশ্ববাসীর কাছে ইরানিদের বার্তা
    প্রেসিডেন্টের শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি বিশ্ববাসীর কাছে ইরানিদের বার্তা

পার্সটুডে-বুধবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ প্রেসিডেন্ট ড. রায়িসির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই সাক্ষাত অনুষ্ঠানে বলেন: শহীদ প্রেসিডেন্টকে তাঁরা ইসলামী বিপ্লবের শ্লোগানের মূর্ত প্রতীক বলে মনে করতেন। সেইসাথে তার প্রতি জনগণের ভক্তিকে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে বিশ্বের প্রতি একটি বার্তা হিসেবে বর্ণনা করেন।

ওই বৈঠকে শহীদ রায়িসির স্ত্রী মিসেস ড. আলামুল হুদা,  শহীদ প্রেসিডেন্টের শ্বশুর ও ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম আলামুল হুদা এবং রায়িসির সন্তানদের পাশাপাশি নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। ইসলামী বিপ্লবের নেতা প্রেসিডেন্ট রায়িসির মৃত্যুকে দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।

শহীদ প্রেসিডেন্ট রায়িসির পরিবারের সঙ্গে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ

প্রেসিডেন্টের শেষ বিদায় অনুষ্ঠান ও জানাযায় মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে বিশেষ করে যেসব বিদেশি অতিথি এসেছিলেন তাদের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন: ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে বিশ্বের কাছে এটি একটি বার্তা বহন করে। বার্তাটি হলো: ইসলামী প্রজাতন্ত্রের জনগণের শেকড় এবং শক্তি ইরানের সমাজ ও জাতির অনেক গভীরে প্রোথিত।

সাক্ষাৎ শেষে ইসলামী বিপ্লবের নেতা শহীদ প্রেসিডেন্ট রায়িসির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ