জুন ১৬, ২০২৪ ১৭:২৯ Asia/Dhaka
  • তোমরা দেশের মহাসম্পদ: অলিম্পিয়াড পদকজয়ীদের ইরানের সর্বোচ্চ নেতা

পার্সটুডে- জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী একদল কৃতি শিক্ষার্থী গতকাল (শনিবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে দেখা করেছেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা তরুণ মেধাবীদেরকে আশাজাগানিয়া তরুণদল হিসেবে অভিহিত করেন। বিজ্ঞানে ইরানের আরও উত্থান জরুরি এ কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণ মেধাবীরা জাতির এই প্রয়োজন মেটাতে প্রধান ভূমিকা পালন করতে পারে।

বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা তরুণেরা দেশের মহাসম্পদ। এটা ঠিক পদক গুরুত্বপূর্ণ এবং ধনীরা যেমনটি বলে যে, এটা মূল্যবান। কিন্তু তোমাদের মতো সেরাদের মূল্য পদকের মূল্য থেকে অনেক আলাদা। তোমাদের গুরুত্ব এর থেকে অনেক বেশি।

ইরানের উপর প্রায় ২০০ বছরের ব্রিটিশ ও পরবর্তীতে মার্কিন রাজনৈতিক আধিপত্যের কথা উল্লেখ করে ইসলামি বিপ্লবের এই নেতা বলেন, সে সময় ইরানের সংস্কৃতি ও বৈজ্ঞানিক বিকাশ ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং রাজনৈতিকভাবে তারা ইরানকে পেছনে ফেলে রেখেছিল। কিন্তু মানব শক্তি বিশেষকরে তরুণদের ওপর নির্ভর করে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পর সেই অবস্থা পাল্টে গেছে এবং রাজনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সামাজিক নৈতিকতা ও অন্যান্য ক্ষেত্রে ইরানের উত্থান ঘটেছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সাধারণ বৈশ্বিক সমস্যা সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুক্তিপূর্ণ বক্তব্য আছে। ফিলিস্তিন ইস্যু, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা এবং নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আমাদের বলার আছে। আমরা যা বলি তার উপর গোটা বিশ্বের আস্থা আছে। এটা স্বাধীনতা। আসন্ন নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হতে হবে রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করা।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তরুণেরা দেখো যে, বিপ্লবের মানদণ্ড অনুযায়ী কাজ করার ক্ষমতা কার আছে। তোমরা যদি এটাকে বিবেচনায় নাও তাহলে হয়তো তোমাদের বাছাইটা সুন্দর হবে। 

পদক জয়ীরা তাদের অলিম্পিয়াড পদক ইরানের সর্বোচ্চ নেতার হাতে তুলে দেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 'প্রিয় সন্তানেরা তোমাদের পদক আমি গ্রহণ করলাম, তবে আমি বিশ্বাস করি এসব পদক তোমাদের কাছেই থাকা উচিত। এ কারণে সম্মান ও মর্যাদার প্রতীক এসব পদক তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি।'

বৈঠক শুরুর আগেই জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদক জয়ী তরুণেরা ইরানের সর্বোচ্চ নেতার ইমামতিতে জোহরের নামাজ আদায় করেন।#

সর্বোচ্চ নেতার ইমামতিতে নামাজ পড়ছেন পদকজয়ীরা

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ