অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিন: যুক্তরাষ্ট্রের প্রতি চীন
https://parstoday.ir/bn/news/event-i155756-অবিলম্বে_মাদুরো_ও_তার_স্ত্রীকে_মুক্তি_দিন_যুক্তরাষ্ট্রের_প্রতি_চীন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
(last modified 2026-01-04T12:11:59+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৬ ১৬:১২ Asia/Dhaka
  • সস্ত্রীক চীন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
    সস্ত্রীক চীন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের দ্রুত মুক্তি দিতে এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের প্রচেষ্টা বন্ধ করতে চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কারাকাসে চালানো এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। চীন এই ঘটনাকে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সব সমস্যার সমাধান সংলাপ ও আলোচনার মাধ্যমে করার ওপর জোর দেয়।

গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের বেডরুম থেকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ডেল্টা ফোর্স। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে। ট্রাম্পের দাবি, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘জোরালো প্রমাণ’ রয়েছে। #

পার্সটুডে/এমএআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন