জুন ১৭, ২০২৪ ২০:৫৯ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে হাসপাতালে দেখতে গেলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে দেখতে যান।

এ সময় তিনি আয়াতুল্লাহ মাকারেম শিরাজির সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।

ইরানের সর্বোচ্চ নেতা এ সময় বলেন, আপনার জীবনের সমস্ত বছরই বরকতময় ছিল এবং জ্ঞান চর্চা, প্রজ্ঞা ও মানুষকে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে তা ছিল উপকারী। আল্লাহ আপনার ওপর এই কল্যাণ অব্যাহত রাখুন।

এ সময় আয়াতুল্লাহ মাকারেম শিরাজি সর্বোচ্চ নেতার ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ